ঘাটাইলে গাছের চিকিৎসায় হাসপাতালের যাত্রা শুরু


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৯, ০৯:৪৬ পিএম
ঘাটাইলে গাছের চিকিৎসায় হাসপাতালের যাত্রা শুরু

মানুষ এবং পশু-পাখির রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসার জন্য হাসপাতাল থাকলেও ছিলো না গাছের জন্য হাসপাতাল। তবে এবার সেই অভাবটিও পূর্ণ হলো!গাছের রোগের চিকিৎসায় অভিনব হাসপাতাল চালু হলো টাঙ্গাইলের ঘাটাইলে। এখানে শুধুই উদ্ভিদ ও ফসলের চিকিৎসা দেয়া হবে।

রোববার বিকেল ৪টার দিকে গ্রিন কেয়ার ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন ঘাটাইল শহীদ সালাহ উদ্দীন সেনানিবাস শাহপুর মোড় এলাকায় ব্যতিক্রমী ‘গাছের হাসপাতাল’ উদ্বোধন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোয়দার আলী, গ্রিন কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান গণেশ কর্মকার, পরিচালক রকিবুল হাসান উজ্জল প্রমুখ।

গাছের চিকিৎসায় হাসপাতালের যাত্রা শুরু

নতুন এই উদ্যোগের বিষয়ে আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও মানবিক নগর গড়ে তোলার জন্যই গ্রিন কেয়ার ফাউন্ডেশন কাজ শুরু করে।

শুরুতে ‘ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল’ কার্যক্রম করা হলেও রোববার থেকে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল চালু হলো। হাসপাতালের মাধ্যমে গাছের সেবা ও পরিচর্যার কার্যক্রম মানুষের দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেবে গ্রিন কেয়ার ফাউন্ডেশন।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর