এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ প্রিয়াংকার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৮, ১১:৫৯ এএম
এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ প্রিয়াংকার

শেরপুর: ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শেরপুর -১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

রোববার সকাল ৮টা পর জেলার সদর থানায় দিশা প্রিপারেটরী স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি আরো বলেন, জীবনে প্রথম ভোট দিয়েছি। আমার খুবই ভালো লাগছে। সুষ্ঠু ভোট হলে শেরপুর -১ এ ধানের শীষের জয় সুনিশ্চিত। এসময় অভিযোগ করেন, তার এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না, তাদের বাধাগ্রস্থ করা হচ্ছে। আসনের ১০০টি কেন্দ্রেই এমন পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে সারা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। তবে একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট হচ্ছে না। ২৭ জানুয়ারি এই আসনে ভোটের দিন নির্ধারণ করা হয়েছে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর