বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ভাংচুর ও লুটপাট


ফয়সল বিন ইসলাম নয়ন ভোলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮, ০৭:৫৭ পিএম
বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ভাংচুর ও লুটপাট

ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীদের উপর হামলা, মারধর, বাড়িঘর ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভোলা জেলা বিএনপি।
 
আজ সোমবার বিকালে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রহিমের পক্ষে এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান।
 
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন হাফিজ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণরায় বাধা দিয়ে নেতাকর্মীদের মারধর করছে, তাদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে; পুলিশ সেই মামলা নিচ্ছে না। অথচ উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে এবং গতকাল  দুপুর (সোমবার) পর্যন্ত ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তিনি আরও বলেন, ভোলা-২ আসনে লেভেল প্লেইং ফিল্ড নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েও কোন লাভ হচ্ছে না।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমূখ। 
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর হাফিজ ইব্রাহিম তার নির্বাচনী এলাকায় এলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। 

গোনিউজ২৪/এমএএস
 

দেশজুড়ে বিভাগের আরো খবর