কুড়িগ্রাম পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালন


বাদশাহ্ সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৮, ০৪:৪৬ পিএম
কুড়িগ্রাম পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালন

৬ ডিসেম্বর কুড়িগ্রাম পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। 

সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতার বিজয় স্তম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় শহীদদের স্মরনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, জেলা আওয়ামীলগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সম্মিলিতি সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ। 
১৯৭১’র এই দিনে মুক্তিযোদ্ধারা পাক সেনা রাজাকার আলবদরদের হটিয়ে কুড়িগ্রামকে মুক্ত করে। স্বাধীনতা যুদ্ধের চুড়ান্ত বিজয় অর্জিত না হলেও এ অঞ্চলে সেদিন উদিত হয় স্বাধীন বাংলার পতাকা।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর