দেবর-ভাবির লড়াই


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৮, ০৮:৩২ এএম
দেবর-ভাবির লড়াই

মৌলভীবাজার: মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন পত্র কিনে জমা দিলেন দেবর-ভাবি।

এই ভাবি-দেবর হলেন, মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের এমপি ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়েরা মহসীন ও তার ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী।

মৌলভীবাজার-৩ আসন থেকে একই পরিবারের দুই জনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি নিয়ে দলের ও স্থানীয় ভোটারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য,২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর এ আসন থেকে নির্বাচিত এমপি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনে তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বি নির্বাচিত হন।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর