হাটহাজারীতে দগ্ধ দুই শিশুর মৃত্যু 


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১, ২০১৮, ১১:০৬ এএম
হাটহাজারীতে দগ্ধ দুই শিশুর মৃত্যু 

চট্টগ্রাম: জেলার হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় আবাসিক ভবনের গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে শিশু রাজিয়া সুলতানা মিম (১১) ও তামিম (৩) মারা গেছে। দগ্ধ বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বুধবার দিনগত রাত ৯টার দিকে আমানবাজার এলাকার হারুন ভবনের তৃতীয় তলায় গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজন শিশু ও দুইজন নারী দগ্ধ হন।

নিহত মিম ও তামিম ছাড়া বাকিরা হলেন- সনি বেগম (২৬), রুবি আক্তার (১৬) ও শিশু ইয়াসিন (১)। শিশু তামিম ও ইয়াসিন গৃহিণী সনি বেগমের সন্তান এবং শিশু রাজিয়া গৃহিণী রুবি আক্তারের সন্তান।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর