৫ পা ওয়ালা বাছুর, একনজর দেখতে এলাকাবাসীর ঢল


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ১১:০০ এএম
৫ পা ওয়ালা বাছুর, একনজর দেখতে এলাকাবাসীর ঢল

নেত্রকোনা: দেহে চার পা ছাড়াও পিঠের অংশে আরো একটি মোট পাঁচ পা-ওয়ালা বাছুর জন্ম নিয়েছে জেলার কেন্দুয়া উপজেলায়। সেই বাছুর একনজর দেখতে ভীড় করছে এলাকাবাসী।

উপজেলার মাসকা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হকের বাড়িতে গত বৃহস্পতিবার জন্ম নেয় বাছুরটি।

এ নিয়ে গাভীর মালিক এনামুল জানান, গত বৃহস্পতিবার বিকেলের দিকে তার বাড়ির গোয়াল ঘরে একটি গাভী স্বাভাবিকভাবে বাছুরটির জন্ম দেয়। পরে দেখা যায়, বাছুরটির পিঠের অংশে একটি পা আলাদাভাবে যুক্ত রয়েছে।

এনামুল হক বলেন, পাঁচ পা-ওয়ালা বাছুর জন্মেছে এই খবর পেয়ে এলাকাবাসী আমাদের বাড়িতে ভীড় করতে শুরু করে। বাছুরটিকে একনজর দেখার জন্য এত মানুষ আসায় তা নিয়ন্ত্রণে আমাকে অনেক হিমশিম খেতে হয়েছে। পরে ভীড় সামলাতে না পেরে বাছুরটিকে ঘরে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেই।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর