রানীসং‌কৈলে কো‌টি টাকা মূল্যের ক‌ষ্টিপাথর উদ্ধার


ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০১৬, ০৭:০১ এএম
রানীসং‌কৈলে কো‌টি টাকা মূল্যের ক‌ষ্টিপাথর উদ্ধার

গতকাল  রা‌তে ঠাকুরগাঁও এর নির্বাহী মে‌জিষ্ট্রেট পিতান কুমার মন্ডল এর নেতৃ‌ত্বে  ৩০ বর্ডার গার্ড বিজিবি এর বি‌শেষ টহল দল রানীশং‌কৈল উপ‌জেলার নেকমরদ এর ভবানন্দপুর ও হো‌সেনগা ইউনিয়নের উত্তরগাঁও এ টহল চালায়। তারা টহলরত অবস্থায় উক্ত দুটি এলাকা  হ‌তে দু‌টি ক‌ষ্টিপাথর উদ্ধার ক‌রে যার ১ টি প্রায় ৭৯ কে‌জি অপর‌টি প্রায় ১৫ কে‌জি এই দুটি কষ্টি পাথরের মূল্য প্রায় কোটি টাকা।

বর্তমানে এই পাথর দুটি রানীশংকৈল থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের গ্রেফতার ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছে।

এই ঘটনাটি এলাকায় ছরিয়ে পরলে এলাকার সকল গণমানুষ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিরাও  বিষয়টি দেখতে আসেন।  

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এর কাছ থেকে এই ঘটনার সতত্যা যাচাই করা হয়
থানার এক তথ্য সূএে জানা যায় বিজিবির সদস্যরা এটিকে উদ্ধার করে।

 

গো নিউজ২৪/সুজন

দেশজুড়ে বিভাগের আরো খবর