শিবগঞ্জে সড়কে ধান রোপণ করে প্রতিবাদ


খালিদ হাসান,বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৪:৪০ পিএম
শিবগঞ্জে সড়কে ধান রোপণ করে প্রতিবাদ

খানা খন্দকে ভরা শিবগঞ্জের মোকামতলা- সোনাতলা সড়ক। তার ওপর একটু পানি হলেই রাস্তা যেন পরিণত হয় মরণ ফাঁদে। বগুড়া-মোকামতলা-সোনাতলার এ ব্যস্ততম সড়কের কোথাও কোথাও ২/৩ ফুট গভীর খানা খন্দকে ভরা। তারপরেও  জীবনের তাগিদে এই রাস্তায় অতি কষ্টে চলাচল করছে এলাকার হাজার হাজার মানুষ। বিরম্বনায় পড়েছেন রোগী ও এ অঞ্চলের অসংখ্য ছাত্র-ছাত্রী। 

রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে আন্তজেলা ও দূরপাল্লার অসংখ্য বাস-ট্রাক। কিন্তু দুর্ভোগ আর উৎকন্ঠার যেন শেষ নেই। দীর্ঘ দিনেও সংস্কার হয়নি  ব্যাস্ততম এ সড়কের। 

আর তাই এবার রাস্তায় ধান রোপণ করে কর্তৃপক্ষের এমন বিমূখ আচরণের নিরব প্রতিবাদ জানালো এলাকাবাসী। 

এ ব্যাপারে এক পথচারীর জানান, অনেক দিন ধরে রাস্তাডার (রাস্তাটির) করুন দশা। হামরা (আমরা) এতো কষ্ট করে যাতায়াত করিচ্চি (করছি) ; সরকার কি দেখেনা?

অন্য এক পথচারী জানান, এই খানা খন্দকগুলো গভীর হওয়ায় খুব ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যাওয়া লাগে (যেতে হয়)। আর কাপড় চোপড় কাদো দিয়ে(কাদায়) ভিজে যায়। হামরা (আমরা) রাস্তার জন্য খুব কষ্টে আছি।

ব্যাস্ততম এ রাস্তার এহেন দূরবস্থার অবসানের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মোকামতলা থেকে সোনাতলা সদর পর্যন্ত রাস্তাটির মেরামতের জন্য সম্প্রতি একনেক কর্তৃক ৩০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে।  আশা করছি খুব দ্রুতই কাজ শুরু হবে। 

তবে ইতোপূর্বে এ রাস্তা মেরামতের কয়েক মাসের মধ্যই আবার খানা খন্দক দেখা দেয়ায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে এমন প্রশ্নের জবাবে সরকারের এ কর্মকর্তা  জানান, রাস্তাটির মেজর মেরামত করা দরকার তাই এবার বিষয়টি মাথায় রেখেই কাজ শুরু করা হবে।

 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর