মুন্সীগঞ্জে বেইলী ব্রিজ ভেঙে কাঠ বোঝাই ট্রাক খালে


মো. রুবেল ইসলাম তাহমিদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৯, ২০১৮, ০৪:৩১ পিএম
মুন্সীগঞ্জে বেইলী ব্রিজ ভেঙে কাঠ বোঝাই ট্রাক খালে

মুন্সীগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে কাঠ বোঝাই ট্রাক খালে পরে ড্রাইভার-হেলপার আহত হয়েছেন। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন ঐ রুটের যাত্রীরা। বৃহস্পতিবার ভোর রাতে একটি কাঠ বোঝাই ট্রাক মাওয়ার দিকে যাওয়ার পথে দক্ষিণ হলুদিয়া ছাতা মসজিদ সংলগ্ন ব্রিজটি ভেঙে খালে পরে যায়। 

‘৫ টনের বেশি যানবাহন ঝুকিপূর্ণ’ সাইন বোর্ড থাকলেও ২০ টনের বেশি লোড ট্রাক এ রুটে চলাচল করছে। বালিগাও, টংগীবাড়ি, হুলুদিয়া, কনকসার এলাকার হাজারো যাত্রী এ রুটে চলাচল করে থাকেন। এ অঞ্চলের লোকজন মাওয়া হয়ে ঢাকা রুটে যাতায়াত করেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন জানান, সড়ক ও জনপথের প্রকৌশলীসহ কয়েকজন সকালে এসে পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন, দ্রুত ব্রিজটি ঠিক করে যান চলাচল স্বাভাবিক করা হবে। তবে কমপক্ষে দুই দিন সময় লাগবে। 

 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর