কমলগঞ্জে বন্যাদুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: জুলাই ১০, ২০১৮, ০৭:০৩ পিএম
কমলগঞ্জে বন্যাদুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদুর্গত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সমিতি, সিলেটের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পতনউষার ইউনিয়নের আহমদ নগর দাখিল মাদ্রাসায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার সমিতি, সিলেটের সভাপতি দেওয়ান তোফিক মজিদ লায়েকের সভাপতিত্বে ও মেডিকেল ক্যাম্প সমন্বয়কারী কমরেড সিকান্দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার অধ্যাপক জামিল আহমদ চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, মৌলভীবাজার সমিতি, সিলেটের সাধারণ সম্পাদক মো. রুস্তুম খান, অর্থ সম্পাদক মো. নুরুল হক সোহেল, কার্যকরী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মো. আব্দুস শুক্কুর, সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান চৌধুরী জহির, অধ্যক্ষ কাজী মাও. আলম চৌধুরী ও ইউপি সদস্য রিপন ইসলাম মইনুল প্রমুখ।

ইউপি সদস্য রিপন ইসলাম মইনুলের সমন্বয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. শফিক উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, অধ্যাপক ডা. মামনু পারভেজ, ডা. নমিতা দাস সানি, ডা. মিতুল কুমার দাস, ড. কামরুল ইসলাম শিপু, ডা. রাসেল আহমদ ও ডা. হাসান আলম। এসময় বন্যা দুর্গত ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

গোনিউজ২৪/এআরএম

দেশজুড়ে বিভাগের আরো খবর