জঙ্গলে বস্তাবন্দি পোড়া লাশটি কী পুলিশ পরিদর্শকের!


মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১০, ২০১৮, ০৫:১৪ পিএম
জঙ্গলে বস্তাবন্দি পোড়া লাশটি কী পুলিশ পরিদর্শকের!

গাজীপুরের কালীগঞ্জে জঙ্গল থেকে আগুনে পোড়া বস্তাবন্দি অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার রায়েরদিয়া গ্রামের একটি জঙ্গল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও বয়স ও পরিচয় নিশ্চিত করতে পারেননি।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. গোলাম মাওলা জানান, স্থানীয়রা দুপুরে উপজেলার রায়েরদিয়া রাস্তার পাশের একটি জঙ্গলে বস্তাবন্ধি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় উলুখোলা পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দেয়। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়ার উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরহেদটি আগুনে পোড়ানো এবং চেহারা বিকৃত হয়ে গেছে। এ জন্য বয়স ও পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না বলে জানানো হয়েছে 

এসআই গোলাম মাওলা আরও জানান, ২-৩ দিন আগে পুলিশের (ঢাকা) বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান নিখোঁজ হয়েছেন। এ জন্য অনেকে ধারণা করছেন মরদেহটি ওই পুলিশ কর্মকর্তার কিনা। তাই স্থানীয়ভাবে প্রচার হচ্ছে এটি ওই পুলিশ কর্মকর্তার মরদেহ। উদ্ধারকৃত মরদেহটি আগুনে পোড়া। তাই এখনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। 
তবে পুলিশের (ঢাকা) বিশেষ শাখার কর্মকর্তারা ঘটনাস্থলের পরিদর্শনে আসছেন। তারা এলে হয়তো পরিচয় নিশ্চিত হওয়া যাবে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।    
 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর