রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৩, ২০১৮, ০৯:৩০ এএম
রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

রংপুর-ঢাকা মহাসড়কে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত যান উদ্ধারের জন্য প্রায় দেড় ঘণ্টা বন্ধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে দুর্ঘটনার পর ঘটনাস্থলের দু'পাশে প্রায় কয়েক কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়।

শনিবার সকাল পৌনে সাতটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে গাইবান্ধা পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, দুর্ঘটনার পর রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত যান ও হতাহতদের উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর