কিশোরগঞ্জে পৃথক ঘটনায় ২ শিশুসহ নিহত ৩


সিএসএম তপন, নীলফামারী প্রতিনিধি : প্রকাশিত: জুন ১২, ২০১৮, ০৫:৫৩ পিএম
কিশোরগঞ্জে পৃথক ঘটনায় ২ শিশুসহ নিহত ৩

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মঙ্গলবার (১২ জুন) গাছের ডাল ভেঙ্গে এক ভ্যানচালক ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের পুত্র মো. জাকির হোসেন (৩৫) সকাল ৯টায় আম গাছ থেকে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে গুরুতর আহত হন। তাকে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

এদিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা গ্রামের আব্দুল খালেকের স্কুল পড়ুয়া মেয়ে কেয়ামনি (৮) স্থানীয় যমুনেশ্বরী নদীতে গোসল করার সময় দুপুর ২টায় পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। কেয়ামনি কিশোরগঞ্জ শহরের রেসিডেনসিয়াল স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী। 

এছাড়া দুপুর ১২টায় রণচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি দালালটারী গ্রামে নানার বাড়ীতে বেড়াতে আসা স্কুল পড়ুয়া ছাত্রী মিম (৯) অন্য শিশুদের সঙ্গে খেলার সময় পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

শিশুটির নানা ইয়াকুব হোসেন জানান, তার গ্রামের বাড়ী একই উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম হাজীপাড়া গ্রামে। তার বাবার নাম মনো মিয়া। মিম গাড়াগ্রাম টেপা চম্পাফুলেরতল ব্রাক স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।       
 
গো নিউজ২৪/আই
                                                      
 

দেশজুড়ে বিভাগের আরো খবর