আখতারুজ্জামানরা আছে বলেই টিকে আছে দেশ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১১, ২০১৮, ০৬:৩১ পিএম
আখতারুজ্জামানরা আছে বলেই টিকে আছে দেশ

কুড়িয়ে পাওয়া ৮৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন এ রিকশাচালক। তাতে বাহবাও পেলেন। তৈরি করলেন অনন্য নজির। সোমবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর মুক্তিযোদ্ধা গলিতে এক হাজার টাকার নোটের একটি বান্ডেল কুড়িয়ে পান রিকশাচালক আখতারুজ্জামান (৬০)।
 
এরপর তিনি ওই টাকা জমা দেন পাশেই জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসান ও উন্মে সালিক রুমাইয়ার কাছে।
 
পরবর্তীতে রুবেল আহমদ নামে এক ব্যক্তি টাকার প্রকৃত মালিক দাবিদার হলে যাচাই-বাছাইক্রমে তাকে টাকা ফিরিয়ে দেওয়া হয়।
 
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে সালিক রুমাইয়া বলেন, পেশায় রিকশাচালক আখতারুজ্জামান নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি সিলেট শহরে একটি কলোনিতে ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার সততায় আমরা মুগ্ধ।
 
তিনি বলেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী রুবেল আহমদ নগরের লালদিঘীর পাড় প্রাইম ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছিলেন। ব্যাংকে গিয়ে যাচাই-বাছাই করে প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।
 
ঘটনাস্থলে থাকা আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুল হাসান বলেন, আখতারুজ্জামানরা আছে বলেই দেশ আজ টিকে আছে।

 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর