কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে আটক ৩৭


বাদশাহ্ সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি : প্রকাশিত: মে ২৪, ২০১৮, ০৬:৪১ পিএম
কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে আটক ৩৭

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলার ২জন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার ৯ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এর মধ্যে শুধুমাত্র কুড়িগ্রাম সদর উপজেলা থেক ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এদের মধ্যে যতিনের হাটের মো. নুরনবী মিয়া ও জেলা শহরের আবুল হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় ৬টি করে মামলা রয়েছে। অভিযানের সময় ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও হিরোইন উদ্ধার করা হয়।

এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান জানান, আমি কুড়িগ্রাম সদর থানায় যোগদান করেই মাদক বিরোধী অভিযান শুরু করেছি। বুধবার রাতে অভিযান চালিয়ে নুরনবী মিয়া ও আবুল হোসেন নামে দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, মাদক এবং জুয়ার বিষয়ে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। সদর থানায় মাদক ও জুয়া নির্মুল করতে আমি সাংবাদিক ও জনসাধারণের সহযোগীতা কামনা করছি।

এদিকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান।


গো নিউজ২৪/আই
 

দেশজুড়ে বিভাগের আরো খবর