খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে


খাগড়াছড়ি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৮, ০৯:২৭ এএম
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়িতে আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে। খাগড়াছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে অপহৃত ৩ ব্যবসায়ীর মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

সকাল থেকে দূর-পাল্লার যানবাহন, শহরের দোকানপাট বন্ধ রয়েছে।

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েও অপহৃতদের উদ্ধারে প্রশাসন ব্যর্থ হওয়ায় এ হরতালের ডাক দেয় সংগঠনটি। শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন থেকে অপহৃতদের অক্ষত উদ্ধারের দাবি জানিয়ে অপহৃতদের পরিবার ও বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন এ হরতালের ঘোষণা দেয়।

হরতালে পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়েছে। খাগড়াছড়ি থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানান, অপহৃতদের উদ্ধারে আমরা কাজ করছি।

গো নিউজ২৪/এমআর   

দেশজুড়ে বিভাগের আরো খবর