সুষ্ঠ নির্বাচন নিয়ে সুজনের প্রশ্ন


ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৪:১০ পিএম
সুষ্ঠ নির্বাচন নিয়ে সুজনের প্রশ্ন

এক সময়ে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন হলেও বর্তমান সময়ে কোন নির্বাচনই সুষ্ঠ হয় না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক ড.বদিউল আলম মজুমদার।

শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বিভাগীয় পরিকল্পনা সভায় তিনি আরো বলেন, একটি পক্ষ সবসময় ক্ষমতায় ঠিকে থাকার জন্য অবৈধ পথ অবলম্বন করে থাকে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সুজনের পক্ষ থেকে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। এবং নির্বাচিত সরকারকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্যও চাপে রাখতে হবে। এই লক্ষে আগামী কয়েক মাসের মধ্যে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সুজনের কমিটি গঠন করে সাংগঠনিক ভাবে শক্তিশালী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহম্মেদ, ময়মনসিংহ জেলা সুজনের সভাপতি এড. এ এইচ এম খালেকুজ্জামানসহ বৃহত্তর ময়মনসিংহের সকল জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর