শিশু খাদিজাকে বাঁচাতে এগিয়ে আসুন


মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৮:৩২ পিএম
শিশু খাদিজাকে বাঁচাতে এগিয়ে আসুন

একটু একটু করে জীবনপ্রদীপ নিভে যাচ্ছে দুই বছরের শিশু খাদিজার! জন্মগত হার্টের রোগী সে। বর্তমানে রয়েছে চরম ঝুঁকির মধ্যে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে একমাত্র সন্তানের চিকিৎসার জন্য বিরাট অংকের টাকা খরচ করে তার অসহায়, গরিব বাবা-মা এখন নিঃস্ব ও পাগালপ্রায়। স্বজনরাও অনেক সাহায্য করেছেন। কিন্তু খাদিজার অবস্থার উন্নতির কোন লক্ষণ নেই। চিকিৎসকরা জরুরিভাবে অপারেশন করানোর কথা বলেছেন। এজন্য প্রাথমিকভাবে তিন লাখ টাকা দরকার। এ টাকা বহন করার ক্ষমতা তার পরিবারের নেই। এ পরিস্থিতিতে তারা শিশুটির জীবন বাঁচাতে অর্থ সহায়তা করার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

খাদিজার পিতার নাম জাকির হাওলাদার ও মায়ের নাম ছনিয়া আক্তার। বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামে। জাকির হাওলাদার গার্মেন্টসে কাজ করতেন। মেয়ের চিকিৎসার জন্য তা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। শিশুটির নানা ঝালকাঠি শহরের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. আবদুল করিম। 

শিশুটিকে সাহায্যে আগ্রহীদের ০১৭৪৬৮৪২৭৩১ মোবাইল নম্বরে (বিকাশ, পার্সোনাল) যোগাযোগসহ অর্থ সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


গো নিউজ২৪/আই
 

দেশজুড়ে বিভাগের আরো খবর