নড়াইলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালিত


নড়াইল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০১৮, ১২:১৩ পিএম
নড়াইলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালিত হয়।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শিশু সমাবেশ, আনন্দর‌্যালি, চিত্রাংকন, রাচনা, কবিতা আবৃত্তি, দেশত্ববোধকগান, নাচ প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী এবং কেককাটা হয়।

এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি তোফয়েল মাহমুদ তুফান, সাধারন সম্পাদক শেখ আশরাফুজ্জামান মুকুল সহ বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর