নিজের বিয়ে ঠেকিয়ে আলোচনায় স্কুল ছাত্রী মুক্তা


শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৫:৪৭ পিএম
নিজের বিয়ে ঠেকিয়ে আলোচনায় স্কুল ছাত্রী মুক্তা

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের বিয়ে নিজেই ঠেকিয়ে আলোচনায় এসেছেন স্কুল ছাত্রী মুক্তা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনকে ফোন করে নিজের বিয়ে নিজেই বন্ধ করলো।

মুক্তার বাড়ি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের বিল মহেড়া গ্রামে। পিতার নাম লুৎফর রহমান। মুক্তা ছাওয়ালী ভাতকুড়া এ বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

জানা গেছে, মুক্তা অল্প বয়সে বিয়ে করতে রাজি না। কিন্তু তার পরেও তার মা-বাবা তাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগে। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) ছিল তার বিয়ের দিন। বাড়িতে খাবার-দাবার এবং ডেকোরেশনের ব্যবস্থা করা হয়। আত্মীয়স্বজনসহ এলাকাবাসীকে দাওয়াতও করা হয়। রান্না-বান্নাও শেষ। এমন সময় মুক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের টেলিফোনে নিজের অমতে বিয়ে দেয়ার কথা জানায় মুক্তা।

অভিযোগ শুনে ইসরাত সাদমীন ওই ইউনিয়নের চেয়ারম্যান বাদশা মিয়াকে সাথে নিয়ে বিকেলে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করে বিয়ে ভেঙ্গে দেন। এছাড়া মুক্তার অভিভাবকদের কাছ থেকে একটি মুচলেকাও নিয়ে আসেন বলে নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন জানিয়েছেন। 

 

গো নিউজ২৪/আই
 

দেশজুড়ে বিভাগের আরো খবর