লালপুরে নকলের কপি শিক্ষক আটক


নাটোর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০২:৪০ পিএম
লালপুরে নকলের কপি শিক্ষক আটক

নাটোরের লালপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফুড প্রসেসিং এ্যান্ড পিজারভিষণ পার্ট-১ এর পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ফাঁস করে উত্তরপত্র প্রস্তুতের সময় মতিউর রহমান (৪৫) নামের এক শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। মতিউর রহমান লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরী শাখার ট্রেড ইন্সট্রাক্টর ও উপজেলার বড় বড়িয়া গ্রমের আজিজুল হকের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, মতিউর রহমান সকাল সাড়ে দশটার দিকে গোপালপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে গিয়ে প্রশ্ন ফাঁস করে কেন্দ্রের অদুরে তার কর্মস্থল থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বসে গাইড বই এর পাতা কেটে এবং লিখে প্রশ্নের উত্তর প্রস্তুত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক চিরকুটে প্রশ্নত্তোর সহ তাকে হাতেনাতে আটক করা হয়। চিরকুট গুলো পরীক্ষার হলে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নকল হিসেবে সরবরাহের জন্য লেখা হচ্ছিল। তাকে লালপুর থানায় সোর্পাদ করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মতিউর রহমান জানান, তিনি প্রশ্ন ফাঁস করেননি। পরীক্ষা কেন্দ্র গিয়ে প্রশ্ন দেখে এসে তার স্কুলের ৪ পরীক্ষার্থীকে দেওয়ার জন্য উত্তর তৈরী করছিলেন।

এ ব্যাপারে লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষার নকলের কপি সহ আটককৃত শিক্ষক মতিউর এর নামে মামলার প্রস্তুতি চলছে।

গো নিউজ২৪/এমআর  

দেশজুড়ে বিভাগের আরো খবর