ইউপি চেয়ারম্যান হত্যা: আ’লীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা


নড়াইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০১:০০ পিএম
ইউপি চেয়ারম্যান হত্যা: আ’লীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলের দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ হত্যাকান্ডের ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে মামলাটি দায়ের করেন নিহতের বড়ভাই জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু।

মামলায় নড়াইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কুমড়ি গ্রামের শরীফ মনিরুজ্জামান, দিঘলিয়া ইউপি নির্বাচনে পরাজিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুমড়ি গ্রামের মাছুদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুম, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান সরদারসহ ১৫ জনকে আসামী করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, চেয়ারম্যান পলাশকে গত ১৫ ফেব্রুয়ারী দুপুর ১২টর দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের সেটেলমেন্ট ও নির্বাচন অফিসের মাঝামাঝি মোড়ে অস্ত্রধারী গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটকের পর ১৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানকে হারিয়ে জয়লাভ করেন।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর