প্রশ্ন ফাঁস : ভূঞাপুরে বহিস্কার ৪, আটক ১


টাঙ্গাইল প্রতিনিধি:  প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৫:২৬ পিএম
প্রশ্ন ফাঁস : ভূঞাপুরে বহিস্কার ৪, আটক ১

টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষার জন্য হলে প্রবেশের আগেই প্রশ্নফাঁসের অভিযোগে চারজন শিক্ষার্থীকে বহিস্কার ও বহিরাগত একজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার সকালে পদার্থ পরীক্ষায় ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের বাইরে থেকে তাদের বহিস্কার ও আটক করা হয়। আটক সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুম উপজেলার অর্জুনা গ্রামের আইয়ুব খানের ছেলে। এ সময় প্রশ্নফাঁসের মুলহোতা পাপ্পু পালিয়ে যায়। 

ভূঞাপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জানান, ভূঞাপুর পাইলট সরকারি বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন শিক্ষার্থী হলে প্রবেশ না করে মোবাইল ফোনে প্রশ্ন দেখছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ৪ শিক্ষার্থীকে বহিস্কার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রশ্নফাঁসের মুলহোতা পাপ্পু পালিয়ে যায়। 

পরে পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুমকে আটক করে। 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর