বিয়ের অনুষ্ঠানে যাওয়ার হল না আকলিমার


স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৮:৫৬ পিএম
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার হল না আকলিমার

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যশোরের মণিরামপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী আকলিমা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের শিশুসহ চারজন। বৃহস্পতিবার বিকেলে যশোর-রাজগঞ্জ সড়কের ভান্ডারির মোড় ‘একতা ইটভাটা’র সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। নিহত আকলিমা  বেগম যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের সুজা উদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন, তার মেয়ে শেফা (৩), ভাসুর বাবর আলী, ভাসুরের মেয়ে ইতি (৯) এবং ছেলে সোহান (১০)। তাদের মধ্যে বাবর আলীর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকায় রেফার করা হয়েছে। অন্য আহতরা যশোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, বাবর আলী তার পরিবারের সদস্যদের নিয়ে ইজিবাইকে চেপে মণিরামপুর উপজেলার চাকলা কাঁঠালতলা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। যশোর-রাজগঞ্জ সড়কের ভান্ডারির মোড় একতা ইটভাটার সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের ইজিবাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই আকলিমা মারা যান। গুরুতর আহত হন বাবর আলী, শেফা, ইতি এবং  সোহান। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে আনেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার কাজল মল্লিক বলেন, ‘আহতদের অবস্থা আশংকাজনক। ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না।’

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডাক্তার এসএম তহিদুর রহমান বলেন, ‘বাবর আলী মাথায় আঘাত পেয়েছেন। বুকের হাড় ভেঙে রক্তক্ষরণ হচ্ছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেফার করা হয়েছে।

মণিরামপুরের খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আইন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পায়নি। তবে ইজিবাইকটিকে জব্দ করা হয়েছে।

গোনিউজ২৪/কেআর

দেশজুড়ে বিভাগের আরো খবর