পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা সভায় পদক পেলেন যারা


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৮, ০৬:০৮ পিএম
পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা সভায় পদক পেলেন যারা

রংপুর বিভাগের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে (১৪ জানুয়ারী) রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে গেল বছরের ডিসেম্বর মাসের গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও উক্ত সভায় রংপুর রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর-মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তাসহ শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট, শ্রেষ্ঠ সহকারি সাব-ইন্সপেক্টর, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ইউনিট, শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় যথাক্রমে লালমনিরহাট জেলার এ- সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, ঠাকুরগাঁও জেলার ডিবি’র এসআই মো. মোয়াজ্জেম উদ্দিন, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট রংপুর, লালমনিরহাট সদর থানার এএসআই মো. মোফাজ্জল হোসেন, রংপুর কোতোয়ালি থানার এসআই আল আমিন, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ইউনিট হিসেবে পঞ্চগড় সদর থানা, শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিহাট সদর থানা নির্বাচিত হয়। এছাড়াও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুলিশ সুপার, লালমনিরহাট নির্বাচিত হয়।

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ, অতিরিক্ত ডিআইজি (এডমিন ও ইন্সপেকশন), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রংপুর এর অতিরিক্ত ডিআইজি, মো. মজিদ আলী, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, নীলফামারীর পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আ‏হ্মদ, গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম, রংপুর এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর উপস্থিত ছিলেন।

গোনিউজ২৪/কেআর

দেশজুড়ে বিভাগের আরো খবর