কক্সবাজারে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাসহ নিহত ৫


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ০৬:৪১ পিএম
কক্সবাজারে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাসহ নিহত ৫

ঢাকা : কক্সবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ রোহিঙ্গাসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চকরিয়ার বরইতলী ও উখিয়ার কুতুপালং এলাকায় পৃথক সময়ে দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়।

জানা গেছে, চকরিয়ার বরইতলী  ইউনিয়নের তেইল্যাকাটা গ্রামে জনৈক সিরাজুল হকের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে বাড়ির চারদিকে ছড়িয়ে পড়লে যে যার মতো প্রাণ নিয়ে বাড়ির বাইরে এসে আত্মরক্ষা করে। এখানে এক বৃদ্ধ নিহত হন।

অপর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট এলাকায়। সেখানে বাস করা রোহিঙ্গা আবদুর রহিমের তাবুতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে আগুন লাগে। পলিথিনের বেড়া ও চালার কারণে দ্রুত আগুন চার পাশে ছড়িয়ে যায়। ফলে আবদুর রহিমের স্ত্রী ঘুমন্ত নুর হাবা (৩০), সন্তান আমিন শরীফ (৮), দিলশান বিবি (১২) ও আসমা বিবি (৫) আগুনে পুড়ে আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে রেডক্রিসেন্টের অস্থায়ী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা রাতেই মারা যান।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও উখিয়া-টেকনাফ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাইলাউ মারমা।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর