চিলেকোঠার টিন কেটে দুর্ধর্ষ ডাকাতি


জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ১২:৪৮ পিএম
চিলেকোঠার টিন কেটে দুর্ধর্ষ ডাকাতি

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে সৌদি প্রবাসীর সুরক্ষিত ভবনের চিলেকোঠার টিন কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত দুই বছর আগেও একই বাড়িতে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ক্রোকচর ক্ষিতিশ সরদার কান্দি গ্রামের জব্বার ঢালীর বাড়ির সুরক্ষিত ভবনের চিলেকোঠার টিন কেটে ১২/১৫ জনের মুখোশধারী ডাকাতদল ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এসময় ডাকাতরা নগদ প্রায় ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ৭টি দামি মোবাইল সেটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে চলে যায়।

জব্বার ঢালীর দুই ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন।  রোববার সকালে ভদ্রাসন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  গত দুই বছর আগেও একই বাড়িতে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল। সেসময় ডাকাতদল জব্বার ঢালী ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে বড় ধরনের ডাকাতি ঘটায়। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, ‘শনিবার গভীর রাতে জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ক্রোকচর ক্ষিতিশ সরদার কান্দি গ্রামের জব্বার ঢালীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধরতে আমাদের টিম মাঠে নেমেছে।’

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর