উত্তরা গণভবনের হারিয়ে যাওয়া দুটি হরিণের মাথা ও খড়গ হস্তান্তর


নাটোর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৭, ০৭:৩৩ পিএম
উত্তরা গণভবনের হারিয়ে যাওয়া দুটি হরিণের মাথা ও খড়গ হস্তান্তর

নাটোরের উত্তরা গণভবনের সংগ্রহশালার জন্য রাজা-রাণীর স্মৃতি বিজড়িত জিনিসপত্র সংগ্রহে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে ৩ ব্যক্তি তাদের উত্তরসুরীর কাছ থেকে পাওয়া উত্তরা গণভবনের দুটি হরিণের মাথা ও কালি পূজার পশু বলির একটি খড়গ (বড় দা) হস্তান্তর করেছেন।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শাহিনা খাতুন এসব জিনিসপত্র প্রহণ করেন।

হরিণের দুইটি মাথা হস্তান্তর করেছেন নাটোর সদর দিঘাপতিয়া মাঝপাড়া গ্রামের আলেক প্রামাণিক ও মো. বেলাল হোসেন ও কালি পূজার পশু বলির একটি খড়গ (বড় দা) হস্তান্তর করেছে একই গ্রামের ধীরেন্দ্র নাথ হাওলাদার।

নাটোরের এনডিসি অনিন্দ্য মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তরা গণভবনের রাজা-রাণীর স্মৃতি বিজড়িত হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার ও সংগ্রহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে।  

শনিবার (৯ ডিসেম্বর) উত্তরা গণভবনের অদূরে দিঘাপতিয়া মাঝপাড়া গ্রামের ওই তিন ব্যক্তির বাড়িতে এসব জিনিসপত্রের সন্ধান পাওয়া গেলে এসব জিনিসপত্র জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা জন্য অনুরোধ জানানো হয়। পরে তারা সকালে জেলা প্রশাসনের কাছে এসব জিনিসপত্র হস্তান্তর করেছেন। এসব জিনিসপত্র এখন সংগ্রহশালায় রাখা হবে।

তিনি আরো জানান, তারা তাদের উত্তরসুরীর কাছ থেকে এসব পেয়েছিলেন। তাদের উত্তরসুরীরা বিভিন্ন সময়ে উত্তরা গণভবনের ভেতর থেকে সংগ্রহ করে নিজ বাড়িতে রেখেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী এনামুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম, এনডিসি অনিন্দ্য মণ্ডল প্রমুখ।
গোনিউজ২৪/কেআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর