সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় ভ্যানযাত্রী নিহত


জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৭, ০৫:৪২ পিএম
সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

মাদারীপুর: মাদারীপুরে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় আনোয়ার জঙ্গি (৩২) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের তোতা মিয়া জঙ্গির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুতুবপুর ইউনিয়ন থেকে ভ্যানে করে আনোয়ার নামে ওই যাত্রী পাঁচ্চর বাসস্টান্ডের দিকে আসছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা পদ্মা সেতুর সংযোগ সড়কে সেনাবাহিনীর বালুবাহী গাড়ি সাথে ভ্যানের ধাক্কা লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় আনোয়ারকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। সেনাবাহিনীর ব্যবহৃত গাড়িটি ঢাকা-বরিশাল মহাসড়কের সিক্সলেন সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিল বলে জানায় স্থানীরা। তবে এ ব্যাপারে সেনাবাহিনীর মাঠ পর্যায়ে কর্মরত কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘সেনাবাহিনীর বালুবাহী গাড়ির ধাক্কায় ভ্যানে থাকা আনোয়ার জঙ্গি নামের এক যাত্রী নিহত হয়েছেন। ঘটনার পর আমরা ওই গাড়িটি জব্দ করতে পারিনি।’

গোনিউজ/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর