জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ০৪:০৯ পিএম
জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

রাজশাহী: রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষের হামলায় প্রাণ আলী আকবর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের সাতজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাজেদা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রক্ষিতপাড়া গ্রামের কৃষক আলী আকবরের সঙ্গে একই গ্রামের মোচন আলী নামে এক ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আলী আকবরের এক খণ্ড জমি প্রতিপক্ষ মোচন আলী ভোগ-দখল করে আসছিলেন। এ নিয়ে আদালতে মামলাও চলছিল। সম্প্রতি আদালতের রায় আলী আকবরের পক্ষে আসে। তিনি বুধবার জমির কাগজপত্র দেখানোর জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিজ বাড়িতে ডাকেন। দুপুরের দিকে লোকজন তার বাড়িতে আসলে তিনি নিজের পক্ষের কাগজপত্র তাদের দেখান।

এসময় প্রতিপক্ষ মোচন আলী লোকজন নিয়ে আলী আকবরের বাড়িতে হামলা চালান। তাদের হামলায় আলী আকবরসহ পরিবারের সাতজন আহত হয়। আহতদের রামেক ও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে আলী আকবর মারা যান। এর মধ্যে আহত মতিউর রহমান (২৬), আমিন (৪৫) ও মেহেদি হাসানের (১৬) অবস্থা আশঙ্কাজনক।

নিহতের ভাই আমিন হোসেন জানান, বে-দখলীয় জমি ফিরে পাবার আগেই প্রতিপক্ষের হাতে তার ভাইয়ের জীবন দিতে হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, নিহতের স্বজনরা আহত থাকার কারণে এখনো মামলা হয়নি। তবে নিহত ব্যক্তির পরিবারের লোকজনদের ডেকে পাঠানো হয়েছে। পুলিশ সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাজেদা বেগম নামে এক নারীকে আটক করেছে। ওই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।  

গোনিউজ/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর