মাহফিলে না যাওয়ার কারণ জানালেন হাফিজুর রহমান


নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৭, ১১:৫৮ এএম
মাহফিলে না যাওয়ার কারণ জানালেন হাফিজুর রহমান

৫০ হাজার টাকা অগ্রিম না দেয়ায় মাহফিলে আসেননি হাফিজুর রহমান শিরোনামে একটি নিউজ প্রকাশ হয়েছিলো গো নিউজসহ একাধিক অনলাইন গণমাধ্যমে। সেখানে বলা হয়েছিলো নোয়াখালীর চাটখিলে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলে প্রধানবক্তা মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাটা) অগ্রিম টাকা নিয়ে চাটখিলে ওয়াজে আসেন নাই।

এ ব্যপারে মাহফিল কমিটির সদস্যরা বলেন, হাফিজুর রহমান (কুয়াকাটা) আমাদের কাছে ৪০ হাজার টাকা অগ্রিম চাইছিলেন। কিন্তু আমরা ১০ হাজার টাকা দিয়ে বাকি টাকা মাহফিল সম্পূর্ণ শেষে দিবো বলি, হয়তোবা আমরা সম্পূর্ণ টাকা না দেয়ার কারণেই তিনি আসেনাই।

এ ব্যাপারে গত রোববার হাফিজুর রহমানের ফোনে কল দিয়ে তাঁকে পাওয়া যায়নি। এদিকে অন্য একটি মাহফিলে মাওলানা হাফিজুর রহমান ওই মাহফিলে না যাওয়ার কারণ বর্ণনা করেছেন তিনি বলেছেন,’ কয়েকদিন ধরে আমি অসুস্থ্য ছিলাম। তাই সেদিন ওই মাহফিলে যেতে পারিনি।’

হাফিজুর রহমান ওই মাহফিলে আরও বলেন, ‘বিভিন্ন সময় আমাকে দাওয়াত না দিয়ে মাইকিং করে, ফোস্টারিং করে মানুষ জমায়, কালেকশন করে। তারপর শেষ সময় বলে তিনি অসুস্থ্য আসতে পারেন না। সে কারণে আমি একটি ফর্ম করেছি আমার সাইনসহ। তার একটা অংশ আমার কাছে থাকে অন্য অংশ মাহফিল আয়োজনকারীদেরকে দেই। যেন কনফার্ম হয় আমি দাওয়াত নিয়েছি।’

তিনি আরও বলেন, ’সেখানে লেখা আছে যেকোনো সময়ে, যেকোনো কারণে অথবা যান্ত্রিক কারণে আমার সফর বাতিল হতে পারে।’

মাওলানা হাফিজুর রহমান বলেন, ফেসবুক এক গজবের নাম। কিছু হলেই ফেসবুক। ফেসবুকে সব সমালোচনা করা হয়।

বিস্তারিত ভিডিও থেকে শুনে নিন: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গো নিউজ২৪/এবি

দেশজুড়ে বিভাগের আরো খবর