মেহেদির রঙ মোছার আগেই যুবকের ‘মৃত্যু’


জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৪:৪১ পিএম
মেহেদির রঙ মোছার আগেই যুবকের ‘মৃত্যু’

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার সাকুয়া ফতেহনগর গ্রামে বিয়ের ৭ দিনের মাথায় জিয়াউল হক (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাবা ছুরুক আলীর অভিযোগ তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

জিয়াউলের বাবা আরও জানান, গত ১২ নভেম্বর একই গ্রামের হিফজুর রহমানের মেয়ে তার চাচাতো বোন নাজমা আক্তারকে বিয়ে করে জিয়াউল।

এর আগে নাজমা আক্তারের বিয়ে ঠিক হয় ছোট সাকোয়া গ্রামের আমির আলীর ছেলে ওমান প্রবাসী জুবায়ের আহমেদের সাথে। কিন্তু রহস্যজনক কারণে ওই বিয়ে ভেঙে যায় বলে জানান নাজমার বাবা হিফজুর রহমান। তিনি জানান, জিয়াউলের সাথে বিয়ে ঠিক করার পর আগের ঠিক করা পাত্র জুবায়েরের মা রুকিয়া বেগম তাকে হুমকি দেন নাজমাকে অন্যত্র বিয়ে দেয়া হলে ওই স্বামী ৫ দিনের বেশি বাঁচবে না। কিন্তু হুমকি দেয়ার পরও তিনি জিয়াউলের সাথে নাজমার বিয়ে দেন। বিয়ের দিনও রুকিয়া বেগম বিয়েতে বাঁধা দেয়। 

গত শুক্রবার রাতে খাওয়া শেষে জিয়াউল ও নাজমা ঘুমিয়ে পড়ে। রাতে জিয়াউল হঠাৎ চিৎকার দিয়ে উঠে। এ সময় তার মুখ দিয়ে লালা ঝড়তে থাকে। সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই চাঁন মিয়া জানান, যেহেতু অভিযোগ করা হয়েছে। সেহেতু লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গোনিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর