ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ছুড়িকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত


জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ১২:৫৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ছুড়িকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলায় শুক্রবার আনুমানিক রাত ৩ টার দিকে মাছ বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতদের ছুড়িকাঘাতে রফিক মিয়া (২৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিনজন। 

শনিবার সকালে হাইওয়ে রাস্তার পাশের একটি ডোবার কিনারা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিক রাজশাহী জেলার বাগমারা সাপুর এলাকার সদর মোল্লার ছেলে। সে রাজশাহীতে মাছের ব্যবসা করতো বলে জানা গেছে। 

পুলিশ জানায়, নাটোর থেকে মাছ বোঝাই ট্রাক নিয়ে রফিকসহ আরো তিনজন শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। এসময় কয়েকজন ডাকাত ট্রাকটির গতি রোধ কর।পরে কোনকিছু বুঝে উঠার আগেই ডাকাতরা এলাপাথারী চুড়িকাঘাত করে ট্রাকে থাকা সকলকে। 

এসময় মাছ ব্যবসায়ী রফিক ঘটনাস্থলেই মারা যায়। পরে ডাকাতরা মাছ বোঝাই ট্রাকটিকে নিয়ে পালিয়ে যায়।পরে সকালে ট্রাকের ড্রাইভার আশরাফুল প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকে ছুড়ির আঘাত ও মাথা থেতলানো অবস্থায় ছিল। এই ঘটনার পর সকালে হবিগঞ্জ থেকে ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। তবে সে সময় ট্রাকে মাছ ছিলনা। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।   

গোনিউজ২৪/এইচ

দেশজুড়ে বিভাগের আরো খবর