নারী ইউপি সদস্যের দাঁত ভেঙেছে প্রতিপক্ষরা


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ০৬:২৯ পিএম
নারী ইউপি সদস্যের দাঁত ভেঙেছে প্রতিপক্ষরা

ময়মনসিংহ: গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উম্মে কুলসুম বেবী (৩৬) নামে এক নারী ইউপি সদস্যকে পিটিয়ে চারটি দাঁত ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। 

সোমবার (২৩ অক্টোবর) উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামে এই ঘটনা ঘটে। উম্মে কুলসুম বেবী ওই ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উম্মে কুলসুম বেবীর পরিবারের সাথে গজন্দর গ্রামের আলাল উদ্দিনের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এ ঘটনার জের ধরে সোমবার (২৩ অক্টোবর) আলাল উদ্দিনের ছেলে শাহীন ও দুলাল মিয়ার ছেলে নাজিম উম্মে কুলসুমের ছেলে মাসুদকে ধরে মারধর শুরু করে। 

খবর পেয়ে উম্মে কুলসুম সন্তানকে উদ্ধার করতে ঘটনাস্থলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে মুখের চারটি দাঁত ভেঙে দেয়। পরে স্থানীয়রা মা ও সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত উম্মে কুলসুম বলেন, পূর্ব বিরোধের জের ধরে সোমবার সকালে প্রতিবেশী শাহিন আর নাজিম আমার ছেলেকে প্রচুর মারধর করেছে। আমি ছেলেকে উদ্ধার করতে গেলে ওরা আমাকে বাঁশ দিয়ে পিটিয়ে চারটা দাঁত ভেঙে দেয়। আমার শরীরের অবস্থা খুব খারাপ। মুখে ৬টা সেলাই লেগেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার আহম্মদ বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর