বিধিমালা ছাড়াই চলছে বেসরকারি কলেজ জাতীয়করণ


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৬:১৬ পিএম
বিধিমালা ছাড়াই চলছে বেসরকারি কলেজ জাতীয়করণ

রংপুর: বেসরকারি কলেজ জাতীয়করণের বিধিমালা জারি না করেই একের পর এক কলেজ জাতীয়করণ করা হচ্ছে। এতে সারাদেশের শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। অচিরেই বিধিমালা জারি না হলে শিক্ষা ক্যাডার তথা শিক্ষা ব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেবে বলে অভিযোগ করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রংপুর ইউনিট।

রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর সুমি কমিনিউটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সমিতির নেতারা।

জাতীয়করণের বিধিমালা ছাড়াই বেসরকারি কলেজ জাতীয়করণের অব্যাহত এ কার্যক্রম জাতীয় সংসদকে চরম অবজ্ঞা ও অবমাননার শামিল বলে দাবি করেন রংপুর অঞ্চলের বিসিএস সমিতির সহ-সভাপতি কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক।

লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, ২০১০ সালের ৮ ডিসেম্বর মহান জাতীয় সংসদে জাতীয় শিক্ষানীতি সর্বসম্মতিতে গৃহীত হলেও অদ্যাবধি বেসরকারি কলেজ জাতীয়করণের বিধিমালা প্রণীত হয়নি। অথচ জাতীয়করণ চলছে অব্যাহতভাবে। যা জাতীয় সংসদকে চরম অবজ্ঞা ও অবমাননার শামিল। জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অবৈধ ক্যাডারভুক্তিকরণ বন্ধের দাবি জানান তিনি।

এসময় সমিতির নেতারা অবিলম্বে জাতীয় শিক্ষানীতি ২০১০’র আলোকে জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদেরকে নন-ক্যাডার করে তাদের চাকরি প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব-স্ব কলেজের সুনির্দিষ্ট করে আগামী ১৬ নভেম্বর ২০১৭ এর মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারি, বিধিমালা প্রণয়ন, কমিশন কর্তৃক গৃহীত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ব্যতীত অন্য কোনো পথে কোনো ব্যক্তিকে ক্যাডারভুক্ত না করা, সম্প্রতি সরকারিকরণ করা ১২টি মডেল কলেজের শিক্ষকদের অনুরুপ বিধিমালার আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিসিএস সমিতি রংপুরের সম্পাদক শাহাজান নাসির, রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এসএম আব্দুল মতিন লস্কর, কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার রায়সহ অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। 

গোনিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর