নলছিটিতে বৃষ্টি এলেই স্কুলে বাজে ছুটির ঘণ্টা!


জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৫:০৯ পিএম
নলছিটিতে বৃষ্টি এলেই স্কুলে বাজে ছুটির ঘণ্টা!

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার আখড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টি এলেই বাজে ছুটির ঘণ্টা।  আকাশের আবহাওয়া একটু পরিবর্তন হলে কিংবা সামান্য বৃষ্টি হলেই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আর দেখা মিলে না। 

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আখড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল এমন একটি চিত্র। সকাল থেকে আকাশের বৈরি আবহাওয়ায় একটু রিমঝিম বৃষ্টি পড়ছিল। আর এই বৃষ্টির অজুহাতে বিদ্যালয়টি আর খোলা হল না।  দেখা মেলেনি কোনো শিক্ষকের।  কক্ষগুলো ছিল তালাবদ্ধ। বৃষ্টির অজুহাতে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে অনেক আগেই বাড়ি চলে গেছেন ওই স্কুলের শিক্ষকরা। 

বিদ্যালয়ের মাঠে বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলে, ‘আমরা সকালেই স্কুলে এসেছি। আজ বৃষ্টি তাই স্কুল বন্ধ, স্যারেরা ছুটি দিয়ে বাড়ি চলে গেছে। এরপর যারা এসেছিল, তারাও স্কুল বন্ধ দেখে চলে গেছে। আমরা মাঠে খেলছি। একটু পরেই চলে যাবো। ’

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষকদের অনিয়ম ও গাফিলতিতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও পাঠদান ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এভাবেই চলছে। অথচ দেখার কেউ নেই। শিক্ষা বিভাগের তদারকি না থাকায় অবস্থার পরিবর্তন হচ্ছে না। 

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা বেগম বলেন, ‘আমি অসুস্থ। তাই একটু আগেভাগেই বাড়িতে চলে এসেছি।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খান বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে না আসায় শিক্ষকরা স্কুল বন্ধ করে চলে গেছে। তবে সকালে শিক্ষকরা স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন। ’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. হেমায়েত গাজী বলেন, ‘সরকারিভাবে আজ কোনো বন্ধ নাই। তবে কেন বিদ্যালয়টি বন্ধ তা আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক এবং বিধি সম্মত নয়।  এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

গোনিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর