ইলিশ রক্ষায় জালে আগুন


নড়াইল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৭, ০৭:০৭ পিএম
ইলিশ রক্ষায় জালে আগুন

নড়াইল: কারিয়ায় মা ইলিশ মাছ ধরা বন্ধ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার কারেন্ট জাল উদ্ধার করেছে। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব উদ্ধাকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। 

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর