এতিমদের ছায়া হয়ে আরেক এতিম


নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৭, ০৪:১৯ পিএম
এতিমদের ছায়া হয়ে আরেক এতিম

রংপুর: প্রবল ইচ্ছা শক্তি থাকলে নানা প্রতিকূলতার মধ্যেও যে মানুষের জন্য কাজ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত মিঠাপুকুরের মাছিমপুরের ফরিদুল ইসলাম। নিজে এতিম হয়েও ৯০ জন এতিম শিক্ষার্থীর পড়ালেখার খরচ চালাচ্ছেন। পাশাপাশি দরিদ্র বিধবাদের পাশেও দাঁড়িয়েছেন।

এতিমদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে তিনি ‘এতিম ফাউন্ডেশন’ গড়ে তুলেন। সেখানে ঝড়ে পড়া শিক্ষার্থী ও দরিদ্র শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। এর ফলস্বরূপ ২০১৫ সালে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ লাভ করেন ফরিদুল। 

ফরিদ মাস্টার্স করেছেন রংপুরের কারমাইকেল কলেজ থেকে। বর্তমানে সান্ধ্যকালীন স্কুল খুলে শিক্ষার আলো ছড়াচ্ছেন এতিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মধ্যে।

কাজের স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ বাংলা অ্যাওয়ার্ড’ পেয়ে তার কাজের গতি আরো বেড়ে যায়। আইসিটি প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন খুলে সাড়া ফেলেছেন এলাকায়। ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা উপকরণ দিচ্ছেন তিনি।

ফরিদ জানান, ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা উপকরণ দেয়া হচ্ছে। ফাউন্ডেশনের মাধ্যমে এতিম শিশুদের শিক্ষা ও মানবাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য।

অসহায় শিশুদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির আলো ছড়িয়ে ফরিদুলের তারুণ্যের জয়গান ছড়িয়ে পড়ুক সবখানে।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর