মেহেদি রঙ না শুকাতেই বধূর জীবন শেষ


জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০৪:২২ পিএম
মেহেদি রঙ না শুকাতেই বধূর জীবন শেষ

সিরাজগঞ্জ: মেহেদির রঙ না শুকাতেই শাহজাদপুর উপজেলায় সুখি খাতুন (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইগবাড়ী পারকোলা গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে মৃতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত সুখি খাতুন পৌর এলাকার বড়ধুনাইল গ্রামের নুর আলমের মেয়ে ও দ্বারিয়ারপুর গ্রামের মিলন সেখের স্ত্রী।

শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের রোশনাই আলীর ছেলে মিলন সেখের সঙ্গে ১০ দিন আগে উপজেলার বড়ধুনাইল গ্রামের নুর আলমের মেয়ে সুখি খাতুনের বিয়ে হয়।

বিয়ের কয়েকদিন পর মিলন তার স্ত্রীকে নিয়ে আইগবাড়ী পারকোলা গ্রামের গোলজার হাজির বাসায় ভাড়া উঠেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে স্বামী মিলন ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। 

এস আই নুরুল হুদা বলেন, বিষয়টি রহস্যজনক। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর