আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক


জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ০১:৪৭ পিএম
আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

পাবনা: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেখানকার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পাবনার ঈশ্বরদীতে অভিযান চালায়। অভিযানে ঈশ্বরদীর মধ্য অরনকোলা আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহকে এবং আরজু মার্কেট এলাকা থেকে মফিকুল ইসলাম ওরফে মুকুলকে আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি, ৫টি ম্যাগজিনসহ কিছু মাদকদ্রব্য।

র‌্যাবের দাবি, আটক দুইজন চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে বেশকিছু হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।

গোনিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর