চিংড়িতে জেলি পুশ, ৪ জনের কারাদণ্ড


জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১১:৪০ এএম
চিংড়িতে জেলি পুশ, ৪ জনের কারাদণ্ড

খুলনা: খুলনা নগরীর নতুন বাজার এলাকায় ইরান ফিশ এন্টারপ্রাইজ ও মাসুমা ফিশ এন্টারপ্রাইজের আড়তে অভিযান চালিয়ে জেলি পুশ করা দেড়হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।  এ ঘটনায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে ওই এলাকায় খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই আড়তে অভিযান চালানো হয়।  অভিযান পরিচালনাকালে চিংড়িতে জেলি পুশ করার সময় কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়।  এ সময় জেলি পুশকৃত ১৩০০ কেজি চিংড়ি জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।  এছাড়া পুশহীন ২০০ কেজি চিংড়ি বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এ ঘটনায় ইরান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া একজনকে ১৫ দিনের ও তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।  মাসুমা এন্টারপ্রাইজের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

গোনিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর