শ্যামা সুন্দরী রক্ষায় ব্যর্থ রসিক মেয়র


স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর  প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৫:০০ পিএম
শ্যামা সুন্দরী রক্ষায় ব্যর্থ রসিক মেয়র

রংপুর: জনসচেতনার অভাব আর সংস্কার ব্যবস্থা না থাকায় আবর্জনার ভাগাড়ে শ্যামা সুন্দরী খাল এখন মশা-মাছির প্রজনন খামারে পরিণত হয়েছে। এতে যেমন রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে। তেমনি বিষাক্ত পানির দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। গেল পাঁচ বছরে খালের উন্নয়ন ও সংস্কারে রংপুর সিটি করপোরেশন কোন ব্যবস্থা না নেয়ার শ্যামা সুন্দরীর এমন বেহাল দশা হয়েছে বলে অভিযোগ করেছেন নগরবাসী। 

২০১২ সালে প্রথম রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়রসহ সব মেয়র প্রার্থীরই মূল প্রতিশ্র“তি ছিল নির্বাচিত হলে নগরের পয়-নিষ্কাশন সমস্যা দূর করতে শ্যামা-সুন্দরী খালের সংস্কার করবেন তারা। কিন্তু নির্বাচনের পাঁচ বছর শেষ হলেও উন্নয়নের ন্যূনতম ছোঁয়া লাগেনি খালটিতে।

সরেজমিনে দেখা গেছে, রংপুর মহানগরীর বুক চিরে ১৬ কিলোমিটার এলাকাজুড়ে শ্যামা সুন্দরী খালটির কোথাও কোন উন্নয়ন বা সংস্কার হয়নি। বরং খালটির আশপাশ অনেকেই দখলে নেয়ায় সরু হয়ে গেছে শ্যামা সুন্দরীর প্রস্থ। আবার কোথাও কোথাও ভেঙে পড়েছে খালটির দু’পাড়ের চলাচলের রাস্তা। খালের কালো পানিতে ভাসমান আবর্জনার স্তুপে স্তুপে মশা-মাছি আর দুর্গন্ধ ছড়িয়ে পড়লেও দিনের বেলায় খালের দু’পাশে আড্ডা জমান বখাটেরা। কেউ কেউ মেতে থাকেন জুয়ার আসরে। ওই সরু খালের রাস্তা ধরেই রাতের বেলায় সুযোগে অপেক্ষায় থাকেন মাদকাসক্তদের পাশাপাশি ছিনতাইকারীরাও।

ভেঙে পড়েছে শ্যমা সুন্দরী খাল

নগরীর শাপলা চত্ত্বর এলাকার ব্যবসায়ী আমজাদ হোসেন, পিকাপভ্যান চালক মাহমুদ হোসেন, কলেজ ছাত্র মশিউর রহমানসহ বেশ কয়েকজনের সাথে কথা হয়। তারা ক্ষুদ্ধ হয়ে বলেন, এই খালের আজও কোনো উন্নয়ন হয়নি। নির্বাচনের আগে সব মেয়ররা এসেছিলো শ্যামা সুন্দরী খাল নিয়ে কথা বলতে, ভোট চাইতে। আর এখন খালটি পরিণত হয়েছে আবর্জনার ভাগাড় আর মশা মাছি উৎপাদন খামারে।’ 

হাজীপাড়া এলাকার মোখলেছুর রহমান বলেন, একসময় শ্যামা সুন্দরী খালে মাছে ভরা ছিলো। আর এখন মাছতো দূরের কথা একটা ব্যাঙও নেই। খালের ময়লা অপসারণসহ ড্রেজিং না করায় বিষাক্ত পানির দুর্গদ্ধ হাপিয়ে তুলেছে স্থানীয়দের। এসময় অবিলম্বে খালটির সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। 

এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর সভাপতি মো.আকবর হোসেন বলেন, ‘শ্যামা সুন্দরী খালটিকে উন্নত ও সংস্কার করতে মূল দায়িত্ব ছিলো বর্তমান মেয়রের। যেহেতু সে প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু সে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।’

শ্যমা সুন্দরী খালের বর্তমান অবস্থা

নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম বলছেন, ‘খালটি রক্ষার জন্য জনসচেতনতা বাড়াতে হবে। নয়তো নগরের পয়-নিষ্কাশন সমস্যা দুর করা দুষ্কর হবে।’ 

এদিকে খালটির উন্নয়নে নানা সমস্যার কথা স্বীকার করলেও এর সংস্কারে নতুনভাবে পরিকল্পনা নেওয়ার কথা জানান রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। তিনি বলেন, ‘শ্যামা সুন্দরী খ্যাল নিয়ে নতুনভাবে আবার সাড়ে ৬০০ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১৭-২০১৮ সালের উন্নয়ন প্রকল্পের মধ্যে খালের উপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি আছে।’

উল্লেখ্য, রংপুর মহানগরের পয়-নিষ্কাশন সমস্যা দূর করতে এবং মশা ও ম্যালেরিয়া রোগ থেকে মুক্তি পেতে ১’শত ৩৭ বছর আগে ১৮৮০ সালে তৎকালীন জমিদার পুরো নগরীর বুক চিরে ১৬ কিলোমিটার এলাকাজুড়ে তার মা শ্যামা সুন্দরীর নামে এই খালটি খনন করেন। 

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর