নসিমন উল্টে কৃষক নিহত, গর্ভবতী নারী আহত


জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০২:২১ পিএম
নসিমন উল্টে কৃষক নিহত, গর্ভবতী নারী আহত

মেহেরপুর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের সামনে স্যালো ইঞ্জিনচালিত যান নসিমন উল্টে জাকিরুল ইসলাম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছন। এ ঘটনায় আহত হয়েছেন মৌসুমী (৩২) নামে এক গর্ভবতী নারী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক সদর উপজেলার হিজুলি গ্রামের আশকান আলীর ছেলে। আহত মৌসুমী গাংনী উপজেলার ঢেপা গ্রামের বাহার আলীর (৬৩) মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ৬ থেকে ৭ জন যাত্রীসহ একটি নসিমন সদর উপজেলার রাজনগর থেকে মেহেরপুরে যাচ্ছিল। পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের সামনে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাকিরুলকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত গর্ভবতী মৌসুমী স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গো নিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর