স্কুলছাত্রী হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড


মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ০৫:১১ পিএম
স্কুলছাত্রী হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

মাদারীপুর: মাদারীপুরে স্কুলছাত্রী নিতু (১৩) হত্যা মামলার একমাত্র আসামি মিলন মন্ডল (২৫) কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মন্ডলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে মিলন মন্ডল। হত্যাকারী মিলন মন্ডল নিতুদের বাড়ির প্রাইভেট শিক্ষক ছিল। 

এই ঘটনায় নিতুর বাবা নির্মল মন্ডল ঘটনার দিন বাদী হয়ে মিলনকে একমাত্র আসামি করে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজিত হাওলাদার এ বছরের ২২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিষয়টি আমলে নিলে ১৯ জুলাই ১৮ জন এ ঘটনায় সাক্ষ্য দেন। 

গত ১ আগস্ট মামলার যুক্তিতর্ক শেষ হয়। পরে আজ সোমবার দুপুরে বিচারক মিলনকে ফাঁসির আদেশ দেন। 

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট এমরান লতিফ বলেন, ‘ঘাতক মিলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে যে রায় দিয়েছে তাতে আমরা নায্য বিচার পেয়েছি।’

নিহত নিতুর বাবা ও মামলার বাদী নির্মল মন্ডল বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। এখন একটাই চাওয়া দ্রুত এ রায় কার্যকর করা হোক।’

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর