শিশু ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন


হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ০৪:৪০ পিএম
শিশু ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন

হবিগঞ্জ: হবিগঞ্জে শিশু ধর্ষণের দায়ে জসিম উদ্দিন (২১) ও নুরুল আমিন (২২) নামে দুই যুবকের যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। 

জসিম উদ্দিন জেলার বানিয়াচং উপজেলার প্রথমরেখ মহল্লার ওয়াহাব মিয়ার পুত্র এবং নুরুল আমিন একই মহল্লার আব্দুল আলীর পুত্র। এছাড়াও এ ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় একই মহল্লার মৃত কারবারী উল্লাহর মেয়ে রুহেনা আক্তার (২৭) কে খালাস দেন আদালত।

সোমবার (২১ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৪ এপ্রিল জেলার বানিয়াচং উপজেলার প্রথম রেখ মহল্লায় গোপেন্দ্র সরকারের বাড়িতে বেড়াতে যায় তার শ্যালিকা সুচনা রানী সরকার (১৪)। এ সুবাধে ওই দিন মধ্যরাতে জসিম উদ্দিন ও নুরুল আমিন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সুচনাকে মুখে গামচা দিয়ে ঝাপটে ধরে পালক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ৬ এপ্রিল বানিয়াচং থানায় গোপেন্দ্র সরকার বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পরে পুলিশ তাদেরকে আটক করে কারাগারে পাঠায়। সূচনা রানী সরকার একই উপজেলার নিয়ামতপুর গ্রামের গৌরমনি সরকারের কন্যা।  

এ ব্যাপারে মামলার আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মহিবুর রহমান বাহার জানান, এ মামলায় পর্যপ্ত পরিমাণ সাক্ষীসহ প্রমাণাদি না থাকার পরও আদালত এ রায় দিয়েছে। এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে।  

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর