শিক্ষক নিয়োগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা


স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৪:৪০ পিএম
শিক্ষক নিয়োগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

রাজশাহী: রাজশাহীর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের দাবিতে আধা ঘন্টা রাস্তা অবরোধ করে। ওই সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। নির্বাহী অফিসার শিক্ষার্থীদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করেছেন।

মোহনপুর সরকারি বালিকা প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৩০৯ জন। প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ রয়েছে ৬ জন। বৃহস্পতিবার ইংরেজী বিষয়ের শিক্ষক মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি হয়ে যায়। শিক্ষক বদলির কারণে বৃস্পতিবার শিক্ষার্থীরা ঠিকমত ক্লাস করেনি। রোববার কোন শিক্ষককে না জানিয়ে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে।

মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী রাজিয়া সুলতানা, হাসিনা আক্তার ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাবিয়া আক্তার জানান, ৫ জন শিক্ষক ছিল। হঠাৎ করে বৃহস্পতিবার ইংরেজী বিষয়ের একজন শিক্ষক বদলি হয়ে যায়। বর্তমানের আমাদের ইংরেজী ও গণিত বিষয়ে শিক্ষক নেই। শিক্ষার কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে আজ আমরা শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করেছি।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অফিসার শুক্লা সরকার জানান, শিক্ষকের দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে।

গোনিউজ২৪/পিআর
 

দেশজুড়ে বিভাগের আরো খবর