মেঘনায় ডাকাতদের হামলা, জেলে অপহরণ


জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ১১:১০ এএম
মেঘনায় ডাকাতদের হামলা, জেলে অপহরণ

ভোলা: ভোলার মনপুরার মেঘনায় ফের হামলা চালিয়ে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে হাতিয়ার জলডাকাত বাহিনী। তবে এখন পর্যন্ত জলডাকাতদের পক্ষ থেকে মুক্তিপণ দাবি করা হয়নি।

শনিবার রাত ৮টায় জাগলার চর সংলগ্ন মেঘনায় এই অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের শিকার ওই জেলে হলেন- নিক্সন মাঝি (১৮)। তিনি জেলেপাড়ার ১ নং মনপুরা ইউনিয়নের বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, নিক্সন মাঝি অপর জেলেদের নিয়ে শনিবার রাত ৮টায় জাগলার চর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকার করছিলেন। এই সময় হাতিয়ার একদল জলডাকাত জেলে ট্রলারে হামলা চালিয়ে জেলেদের বেদড়ক মারধর করে। পরে নিক্সন মাঝিকে অপহরণ করে নিয়ে যায়।

হাতিয়ার নৌ-কন্টিজেন্ট কমান্ডার লে. বোরহানউদ্দিন জানান, অপহরণকৃত জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও পুলিশের অভিযান চলছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনির জানান, জাগলার চরে অপহৃত জেলেকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

গো নিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর