মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত


নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০১৭, ০১:৫৭ পিএম
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

নোয়াখালী: 'শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেওয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার কারণ'- এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে।

উন্নয়ন সংগঠক আবদুল আউয়ালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন  অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, জেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল হক কামাল, সোনাপুর কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মমিন উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

গো নিউজ২৪/পিআর


 

দেশজুড়ে বিভাগের আরো খবর