টানা বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত


স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ১২:৩৪ পিএম
টানা বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত

বর্ষা মৌসূম। দুদিন ধরে একটু বিরতি নিয়ে বৃষ্টি হচ্ছে বরিশালে। আবহাওয়া অফিস বলছে নিম্নচাপ ও মেঘমালার সঞ্চার হওয়াতে ঝড়ো হাওয়ার সাথে ভাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চব্বিশ ঘন্টায়৬৪ দশমিক ৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। 

আবহাওয়া দপ্তরের সিনিয়র পর্যবেক্ষক  মো. মিলন হাওলাদার বলেন, মৌসূমি বায়ুর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ এখন পশ্চিম বঙ্গে বিরাজ করছে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এজন্য পায়রা,মংলা, চট্টগ্রাম ও ক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এনিয়ে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা সরকার জানান, বরিশাল নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত থাকায় অভ্যন্তরীণসহ সকল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ৬৫ ফুটের নীচে থাকা লঞ্চগুলো চলাচলে আগে থেকেই নিষেধ করা হয়েছে এবং এগুলো বন্ধ রয়েছে। 
টানা বৃষ্টিতে জনজীবনে প্রভাব ফেলেছে বেশ। বিশেষ করে শ্রমজীবীরা বলছেন বৃষ্টি কারণে তাদের রোজগারে বিরূপ প্রভাব ফেলেছে।

গো নিউজ২৪/এএইচ
 

দেশজুড়ে বিভাগের আরো খবর